০৮/১১/২০২৫, ০:৩৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন ‘বিধ্বংসী’

ভারতের গুজরাটে বৃহস্পতিবার (১২ জুন) ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আরোহীদের মধ্যে ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক ছিলেন বলে জানা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে আহমেদাবাদের দৃশ্যগুলোকে (বিধ্বস্ত বিমানের) ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যম এক্সে এই বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পোস্টে তিনি লেখেন, ‘ভারতের আহমেদাবাদ শহরে অনেক ব্রিটিশ নাগরিককে বহনকারী লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্যগুলো অত্যন্ত ভয়াবহ।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে আমাকে আপডেট জানানো হচ্ছে। গভীর দুর্দশার এই সময়ে যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

এদিকে, ভারতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জিএস মালিক জানান, আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় কিছু স্থানীয় বাসিন্দারও মৃত্যু হতে পারে।

তবে সব আরোহীর মৃত্যুর ব্যাপারে এখনো বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

পড়ুন : বিধ্বস্ত বিমানে কোন দেশের কত নাগরিক ছিলেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন