১৫/০৭/২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ

ভারতে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক প্রটোকল মেনেই এ তদন্ত হবে বলে জানানো হয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে রামমোহন নায়ডু জানিয়েছেন, ‌‘এছাড়া সরকার একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা থাকবেন। এই কমিটির কাজ হবে বিমান পরিবহন খাতের সুরক্ষা আরও কঠোর করা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার দিকেও নজর দেয়া।’

শুক্রবার (১৩ জুন) সকালেই ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ শুরু করেছেন। ভারতের নিজস্ব তদন্ত ছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে এরইমধ্যেই একটি বিশেষজ্ঞ দল ভারতে রওনা হয়েছে। তারা ভারতের তদন্তকে সহায়তা করার জন্য যাচ্ছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তার দেশ থেকেও একটি বিশেষজ্ঞ দল গুজরাট রওনা হয়েছে তদন্তে সহায়তা করার জন্য।

এদিকে, এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন শুক্রবার সকালে গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকরা তাকে ঘিরে প্রশ্ন করলেও, তিনি সেখানে কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে, বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ওড়া শুরু করার অল্প সময়ের মধ্যে বিধ্বস্ত হওয়ার ঘটনায় উইলসন ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছিলেন।

পড়ুন: ভারতে বিমান দুর্ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন ৪১

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন