17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২৩

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানিয়েছেন।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ, বাসটি ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল।

পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) কর্মীরাসহ জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছান।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন