ভারতে রপ্তানি বন্ধ হলেও বরিশালে ইলিশের বাজারে প্রভাব নেই। দাম কমার খবরে মানুষ বাজারে ভিড় করছেন। কিন্তু, এখন দাম আরও বেশি বলে অভিযোগ তাদের। ব্যাবসায়ীরা বলছেন, মৌসুম হলেও ইলিশ মিলছে কম।
ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। বার বার ট্রলার পাঠিয়েও মাছ মিলছে না বরিশালে। তাই অনেকটাই খালি মৎস্য অবতরণ কেন্দ্র। চাহিদার চেয়ে যোগান অনেক কম, ফলে দামও আকাশচুম্বি।
ক্রেতাদের অভিযোগ, দাম কম শুনে পাইকারি বাজারে এসে হতাশ তারা। ভারতে রপ্তানি বন্ধ হলেও এর প্রভাব নেই বাজারে।
শ্রমিকরা বলছেন নদী ও সাগরে ইলিশ নেই। তাই গত মৌসুমের তুলনায় প্রতি মণ বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ হাজার টাকা বেশিতে। এখনও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশের দাম।
অন্য সময়ের মত মাছ জালে না ওঠায় অনেকটাই খালি আড়ৎগুলো। অন্যান্য বছরের তুলনায় এবার অর্ধেক মাছও আসছে না আড়তে।
চলতি মৌসুমে ৭শ থেকে ৯শ গ্রাম ওজনের ইলিশের বর্তমান বাজার দর মণ প্রতি ৫৮ হাজার থেকে ৬০ হাজার টাকা। এক কেজি ওজনের মাছ ৬৪ হাজার থেকে ৬৫ হাজার, ১১শ গ্রামের উপরের ওজনের ইলিশ ৬৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।