১৪/০৬/২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ

ভারতে ফের হোটেলে আগুন, চারজনের মৃত্যু

ভারতের রাজস্থানের আজমির শহরের একটি হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে হোটেলটিতে আগুন লাগে এবং কয়েক মিনিটের মধ্যেই নাজ হোটেলটিতে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন তাদের জীবন বাঁচাতে হোটেল থেকে লাফিয়ে পড়েন।

ভারতের জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনিল সামেরিয়া জানান, এ ঘটনায় শ্বাসরোধ ও পুড়ে চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং একটি চার বছরের শিশু রয়েছে।

এসময় সন্তানকে বাঁচাতে, একজন মা তার বাচ্চাকে হোটেলের তৃতীয় তলার জানালা থেকে ফেলে দেন। শিশুটির দেহ সামান্য পুড়ে গেছে এবং তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হোটেলে থাকা মাঙ্গিলা কালোসিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘একজন নারী তার সন্তানকে জানালা দিয়ে আমার কোলে ছুড়ে মারেন। তিনি ভবন থেকে লাফিয়ে পড়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু আমরা তাকে থামিয়েছি।’

ভিডিওতে দেখা গেছে, ভারতের এ হোটেলটি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে।

এতে জানালা দিয়ে দুইজনকে লাফিয়ে পড়তেও দেখা গেছে। প্রথমে একজন ভবনটি থেকে নিরাপদে অবতরণ করেন। তারপর আরেকজন জানালা থেকে বেরিয়ে এসে পাশে ঝুলন্ত দড়িটি ধরে রাখেন। লোকজনকে বলতে শোনা যায়, লাফ দাও, লাফ দাও। তিনি দড়িটি ধরে পিছলে মাটিতে পড়ে যান।

এ ঘটনায় আটজন আহত হয়েছেন এবং তাদের জেএলএন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আগুন লাগার আগে তারা এসি ফেটে যাওয়ার কারণে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ঘটনার সময় হোটেলটিতে ১৮ জন অবস্থান করছিলেন। তারা দিল্লি থেকে তীর্থযাত্রায় আজমীর শরীফ এসেছিলেন।

পড়ুন :পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

দেখুন:ভারত হা/ম/লা করবেই, প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও

এস


বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন