২০/০৬/২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে মৃত্যু ১৪

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে বিষাক্ত ও ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, অমৃতসরের পাঁচটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানান, মৃতদের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ভেজাল মদ সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ সুপার মানিন্দর সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ দল।

পুলিশের ধারণা, অবৈধভাবে উৎপাদিত ও বিক্রি করা বিষাক্ত মদ থেকেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং আরও অভিযুক্তদের শনাক্তে তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিয়ে সর্তক অবস্থানে রয়েছে এবং জনগণকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো অঞ্চলে নজরদারি জারি রয়েছে।

পড়ুন: ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা

দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন