ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেনো ক্রিকেটের উৎসব। দুই দলের মহারণ নিয়ে ফ্যানদের আগ্রহটাও আকাশচুম্বী। সুপার সানডেতে ভারত-পাকিস্তানের সুপার লড়াই শুরু রাত সাড়ে আটটায়। নিউইয়র্কে প্রথম ম্যাচ জিতে বেশ চনমনে মাইটি ইন্ডিয়া। অন্যদিকে মার্কিনদের কাছে হেরে পাক শিবিরে বিশ্বকাপ যাত্রা থামার শঙ্কা।
ভারতের কাছে এটা প্রতিশোধের ম্যাচ বটে, বছর তিনেক আগে টি টোয়েন্টি বিশ্বকাপেই ওরা পাকদের কাছে হেরেছে। প্রথম ম্যাচে আয়োজক আমেরিকার কাছে গ্রিন আর্মিদের অপ্রত্যাশিত হার, তাই তারা চাপে আছে ভীষন। আর আইরিশদের হারইয়ে ম্যান ইন ব্লুরা বেশ নির্ভার।
ভারতের দিকে পরিসংখ্যানের পাল্লাটাও ভারী। শর্টার ফরম্যাটে মোটে ১২ বারের দেখায় ভারতের জয় ৯টি। আর টি টোয়েন্টি বিশ্বকাপে ৭ বারের দেখায় মাত্র এক জয় নিজেদের বাগে আনতে পেরেছে পাকিস্তান।
এই দুদলের আজকের মহারণে বাঁধ সাধতে পারে বৃষ্টি। ওয়েদার রিপোর্ট বলছে, আকাশ থাকবে মেঘলা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাস বইবে বেশ, প্রতি সেকেন্ডে ৫ দশমিক নয় ১ মিটার গতিতে। এই বাতাসও দুদলের প্রতিপক্ষ হয়ে উঠতেই পারে।
নাসাউ স্টেডিয়ামের স্লো উইকেটে পেসাররাই পাবেন এডভান্টেজ। কেননা এখানটায় ৮০ শতাংশ উইকেটই উপড়ে নিয়েছে পেসাররা। তাই স্পটলাইটে থাকবে জাসপ্রীত বুমরা, শাহিন শাহ, হারিস রউফরা। দুদলেরই আছে স্ট্রং পেস ইউনিট।
নাসাউতে ৫০ শতাংশ ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। সবশেষ চার ম্যাচে অবশ্য মেলেনি রানের দেখা। ফার্স্ট ইনিংসে এভারেজ স্কোর মাত্র ১১২ রান। যা টি টোয়েন্টির সাথে বড্ড বেমানান।
বৃষ্টি বাগড়ায় ম্যাচ পন্ড না হলে, ক্রিকেট সমর্থকরা উপভোগ করবেন দারুন এক হাইভোল্টেজ ম্যাচ। কি হবে তা মাঠেই দেখা যাবে? ভারতের প্রতিশোধ নাকি গ্রিন আর্মিদের প্রতিরোধ?