০৭/১১/২০২৫, ২৩:৫৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ২৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারত বনাম পাকিস্তান : এশিয়া কাপের উত্তপ্ত ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি

এশিয়া কাপ ২০২৫। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে শুধু খেলা নয়; সাথে রয়েছে আবেগ আর আবেগ। নিজ দল হারলে ভক্তদের হতাশা রূপ নেয় ক্ষোভ বা ভয়াবহ পরিস্থিতিতে। তবে, আজ দুবাইয়ে মাঠে নামার আগেই রাজনৈতিক আবহে ম্যাচটিকে ঘিরে আলোচনা ক্রিকেটকে ছাপিয়ে গেছে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে ক্রিকেটের চেয়ে বেশি প্রশ্ন ছিল রাজনৈতিক উত্তেজনা ঘিরে, বিশেষ করে গত মে মাসের সংঘাতের পর দুই দেশের যুদ্ধাবস্থার আশঙ্কা নিয়ে।

ডেসকাট বলেন, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বুঝতে পারছে। তবে মাঠে নেমে সবকিছু ভুলে পেশাদারিত্ব দেখাতে হবে। তিনি জানান, ড্রেসিং রুমের বৈঠকে গৌতম গম্ভীর খেলোয়াড়দের বলেছেন, ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে না ভেবে শুধু খেলায় মন দিতে হবে।’

অন্যদিকে পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন কৌশল নিয়েছে। সংবাদমাধ্যমের চাপ সামলাতে পাঠানো হয়েছিল তরুণ ক্রিকেটার সাইম আইয়ুবকে। তিনি বেশ সহজভাবে বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের কাছে ‘শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ’।

আইয়ুব বলেন, ‘একই খেলোয়াড়কে প্রতিবার ম্যাচ জেতাতে বলা যায় না। দল ১১ জনের, সবাই মিলে চেষ্টা করলেই জয় আসে।’

ভারতকে শেষবার পাকিস্তান হারিয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে। এরপর থেকে টানা হেরে আসছে তারা।

নিজের ফর্ম নিয়ে প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘গত বছর জিজ্ঞেস করলে ভালো উত্তর দিতে পারতাম। এবার শুধু চেষ্টা করবো দলের জন্য সেরাটা দিতে।’

ভারত যেখানে রাজনৈতিক আবহের চাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করছে, সেখানে পাকিস্তান তরুণদের মাধ্যমে চাপকে হালকা করতে চাইছে।

নতুন অধিনায়ক ও কোচের নেতৃত্বে পাকিস্তান ফলাফল বদলাতে চাইবে, অন্যদিকে ভারত চায় মাঠের লড়াইয়ে জয় এবং ঘরের সমর্থকদের মন জয়।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুবাই পুলিশের কড়া সতর্কবার্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন