শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি সময় পাননি।
সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন দাবিও করেন জয়। বলেন, ভবিষ্যতে অন্তর্বর্তী সরকার গঠন আদালতে চ্যালেঞ্জে পড়তে পারে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলেও জানান জয়।