25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ভারত সীমান্তে হয়রানির শিকার বাংলাদেশিরা

ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর থেকে দেশটিতে ও সীমান্তে ব্যবসা ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এর মধ্যে আগরতলায় আবাসিক হোটেল থেকে বের করে বাংলাদেশিদের হেনস্তা করার ঘটনা ঘটেছে। তবে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে।

ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর থেকেই দেশটিতে ভ্রমণ ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

বাংলাদেশি যাত্রী হয়রানির ঘটনায় আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমান্তে মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে কম যাত্রী পারাপার হয়েছে। এদিন বিকেল ৪টা পর্যন্ত মাত্র ১৪১ জন যাত্রী ভারতে প্রবেশ করেছেন। আর ভারত থেকে বাংলাদেশে এসেছেন ১৪০ জন যাত্রী।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, বাংলাদেশে আসা যাত্রীদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। আর ভারত গমন করা যাত্রীদের বেশিরভাগ ভারতীয়। ভারতফেরত বাংলাদেশি যাত্রীরা হোটেল থেকে বের করে দেওয়া, মার্কেটে বাংলাদেশি পরিচয় পেয়ে পণ্য না বিক্রি করা এবং ইমিগ্রেশনে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় শেষবারের মতো পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণের জন্য সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যান কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া। কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়েন। বাংলাদেশি ও মুসলিম হওয়ায় ভাড়া নেওয়ার এক ঘণ্টা পরই তাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তবে হোটেল থেকে বের করে দিলেও তাকে ফেরত দেওয়া হয়নি ভাড়ার টাকা। পরে দিনভর চেষ্টার পর আজ মঙ্গলবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে আসেন তিনি।

ফরিদ মিয়া বলেন, হঠাৎ করে হোটেল কর্তৃপক্ষ এসে বলে বাংলাদেশি এবং মুসলিমদের হোটেলে থাকতে দেওয়া হবে না। হোটেলের যে ভাড়া নিয়েছিল, সেটাও ফেরত দেয়নি। ভয় দেখিয়ে হোটেল থেকে বের করে দেওয়া হয়। পরে বাধ্য হয়ে শহর থেকে ৮০ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্টের দিকে রওনা হই। এখানে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী বিক্ষোভ হচ্ছে। আর বলা হচ্ছে বাংলাদেশি ও ইউনূসের (প্রধান উপদেষ্টা) লোক পেলেই পেটাবে। সারাদিনের চেষ্টার পর বিকেলে দেশে ফিরতে পেরে মনে হচ্ছে প্রাণে বেঁচে ফিরেছি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মুজিবুর রহমান জানান, তিনি সীমান্তের শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানি শাড়ির স্টল দিয়েছেন। গতকাল একদল যুবক জয় শ্রী রাম স্লোগান দিয়ে মেলায় এসে তার দোকান ভাঙচুর করে এবং বাংলাদেশি নাগরিকদের হুমকি দেয়।

সিলেট সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া দিয়ে মাছ গেল ভারতে, ‘হয়রানির মুখে’ ফিরল বাংলাদেশিরা

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি হয়েছে। তবে আগের রাতে ত্রিপুরার আবাসিক হোটেল থেকে বের করে দেওয়ায় এবং স্থানীয়দের হুমকির মুখে বাংলাদেশিদের অনেকে এই বন্দর দিয়ে আজ ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্র জানায়, ভারতীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ একটু আগেভাগে মাছ পাঠানো হয়। তারা নিজেদের মধ্যে একটি বৈঠক হবে বলে জানিয়েছে। এদিন রপ্তানিকৃত ১ লাখ ৮ হাজার ২৮ কেজি মাছের মূল্য ৩ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশি ব্যবসায়ীরা অবশ্য মনে করছে, হুট করে মাছ আমদানি বন্ধ করবে না ভারত।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘রপ্তানিমুখী এ বন্দর দিয়ে রপ্তানি স্বাভাবিক রয়েছে।’

ভারতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ বাংলাদেশিদের

সিলেট সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ

সিলেটের তিনটি স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে তিনটি স্টেশনেই দেখা দিয়েছে অচলাবস্থা। সীমান্তের দুইপাড়ে আটকা পড়েছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। ভারতীয়দের বাধার মুখে শেওলা স্থলবন্দর ও জকিগঞ্জ শুল্কস্টেশন দিয়ে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রফতানি।

অন্যদিকে, সীমান্তে শুল্কায়ন জটিলতায় তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আমদানি-রফতানি বন্ধ থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। জটিলতা নিরসনে উভয় দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

আমদানিকারক সূত্র জানায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ ও ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের দাবিতে গত রবিবার ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি শুল্ক স্টেশনে মিছিল নিয়ে জড়ো হন কয়েকশ’ লোক। তারা সীমান্ত এলাকায় বিক্ষোভ করেন। পরে ভারতীয় বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।

ভারতে হয়রানির মুখে বাংলাদেশিরা

একই পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশনে। ফলে রবিবার থেকে ওই স্টেশন দিয়েও আমদানি-রফতানি বন্ধ হয়। এদিকে, পণ্য পরিমাপ সংক্রান্ত জটিলতায় একই দিন থেকে ভারতের ডাউকি বর্ডার দিয়ে পাথর-চুনাপাথর আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।

দেখুন: ভারত-পাকিস্তানের যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন