ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বসতঘর ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি পরিবার। তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার (৩১ মে) সকালে সাড়ে ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের নিউ থাংনাং এলাকায় এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- রদিন ত্রিপুরা, দজেন ত্রিপুরা, অলি বসন ত্রিপুরা, রনিল কান্তি ত্রিপুরা ও মুহিন ত্রিপুরার পরিবার।
স্থানীয় যুবক নলেন কান্তি ত্রিপুরা জানান, শনিবার সকালে সাড়ে ৯টার দিকে প্রচুর বৃষ্টি ও বাতাসে আমাদের পাড়ার পাঁচটি পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে কারো বাড়ি ছাউনি ভেঙে পড়েছে, কারো পুরো বাড়ি ধসে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরে থাকা জিনিসপত্র, ধান নষ্ট হয়ে গেছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই গরীব জুম চাষী। অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি ভেঙে গেলো তাদের জন্য একটু সহযোগিতা দরকার।
এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, এ ধরণের কোনো খবর আমরা এখনো পাইনি। খোঁজখবর নিয়ে যতটুকু পারা যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের ঘরগুলো মূলত বাঁশ দিয়ে মাচালং করে তৈরি করে, যার কারণে এই ঘটনা ঘটতে পারে।
এনএ/


