আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আত্মত্যাগের অহংকারে জ্বলে ওঠা, অনন্য এক দিন। তাইতো যথাযথ মর্যাদায়, শ্রদ্ধার সঙ্গে জাতি স্মরণ করছে, বায়ান্নর বীর সন্তানদের।
কেন্দ্রীয় শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের প্রত্যাশা, শুধু দিনের আবর্তে নয়, একুশের চেতনা ধারণ করতে হবে মন থেকে।
রক্তে রঞ্জিত রাজপথ বেয়ে বাংলার স্বীকৃতি। সেই পথেই স্বাধীনতা। তাইতো একুশ এলেই শ্রদ্ধায় অবনত হয় জাতি।
সব পথ যেন এক হয়ে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। করোনা মহামারীতেও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।
একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর এক দিন। চেতনার এমন ঐকতান অন্য দিনে খুঁজে পাওয়া মুশকিল।
ভবিষ্যত প্রজন্ম যেন একুশের চেতনাকে ধারণ করে বেড়ে ওঠে, তাইতো অভিভাবকেরা প্রিয় সন্তানকে নিয়ে হাজির শহীদ মিনারে।
একুশের এই ক্ষণে এবার বইমেলা অনুষ্ঠিত না হওয়ায়, আক্ষেপ অনেকেরই। সুধীজনদের মতে, ভাষা আন্দোলন শুধু ভাষার প্রশ্নের মীমাংসা করেই শেষ হয়নি, দেখিয়েছে বৃহত্তর মুক্তির পথ।
Leave a Reply