বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবির একটি রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি রয়েছে, যেটা মূলত সুন্দরবন এলাকায় পাহারা দেওয়া, টহল করা, চোরাচালান প্রতিরোধ করা, যেকোনো ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে কাজ করছে।
শনিবার (১৭ মে) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরবনের সীমান্তে রায়মঙ্গল নদীতে বয়ারসিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘এই কোম্পানির অধীনে কৈখালিতে একটি স্থল বিওপি এবং কাচিকাটা ও আঠারভেকিতে দুটি ভাসমান বিওপি রয়েছে। সুন্দরবনের রায়মঙ্গল নদী ও বয়েসিং চ্যানেল দিয়ে চোরাচালানের বেশ বড় একটা চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য বয়েসিং খালের মুখে আরও ১টি ভাসমান বিওপি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ এই বিওপিটি উদ্বোধনের মাধ্যমে ভাসমান বিওপি তার কার্যক্রম শুরু করলো।’
এই বিওপির মাধ্যমে সুন্দরবনে চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অপরাধ দমন আরও সুন্দর ও সহজতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পড়ুন: দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো
দেখুন: নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
এস