রাজধানীর ভিকারুননিসা স্কুলে বয়সের নিয়ম না মেনে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (১৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির একটি আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ১৪ জানুয়ারি ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট আবেদন করেন। পরে প্রাথমিক শুনানি নিয়ে ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এরপর ২৮ ফেব্রুয়ারি ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে ১৬৯ জনের ভর্তি বাতিল করতে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরপর গত ২১ মে ১৬৯ জনের ভর্তি বাতিল করে অপেক্ষমাণ তালিকা থেকে এক সপ্তাহের মধ্যে শূন্য আসনে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে গত ২৬ মে দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন বাতিলকৃত শিক্ষার্থীর অভিভাবকরা।