০৮/১১/২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভিজিডির চালকান্ডে বিএনপি নেতা কারাগারে

গরিবদের জন্য বিতরণের চাল উত্তোলন করে মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে তাকে সহ ভিজিডির ৯৬ বস্তা চাল সহ আটক করা হয়। এঘটনায় দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৬-৭ নামে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে ৩০ মে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং সেনাবাহিনীর গোয়েন্দা শাখা (ডিজিএফআই) এর দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে অভিযান চালায় যৌন বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সহায়তা করেন। দুই ধাপে চলা অভিযানের প্রথম দফায় নারায়ণখোলা বাজারের শাহজাহান বেকারির পাশে নূর ইসলামের মার্কেট থেকে ৪১ বস্তা চাল সহ চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণখোলা হাজী মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করতেন। সে ২৯ অক্টোবর বৃহস্পতিবারেও বিজিডি চাল বিতরণের সময় ৫০ টি কার্ড সংগ্রহ করে এসব চাল উত্তোলন করে। তার এমন কর্মকাণ্ডে বিব্রত এলাকাবাসী। এসময় এলাকাবাসী তার বিচার দাবি করেন।

নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, জব্দকৃত চাল স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে দেয়া হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানা একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বিএনপি নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পড়ুন : শেরপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন