মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে চোখের ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে তাফহিমুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার সহযোগী সাগরকে ১ মাসের কারাদণ্ড এবং গাড়িচালক ইমনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুর দুইটার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তাফহিমুল ইসলাম নিজেকে একজন রাশিয়ায় পাস করা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। তবে স্থানীয়দের সন্দেহ হলে তিনি কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রেশন দেখাতে ব্যর্থ হন। বিষয়টি জানাজানি হলে মুজিবনগর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডলের নেতৃত্বে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই দণ্ডাদেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতারণা রোধে জনগণকে সচেতন হতে হবে এবং চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বৈধতা যাচাই করা উচিত।
পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বছর বয়সী শিশু নিহত
দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের
এস