ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মির রাজ্য। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে অঞ্চলটিতে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার এটির কারণে স্থানীয়রা তাদের বাড়িঘর থেকে বের হয়ে এসেছেন। এর ফলে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, বিকাল ৪টা ১৯ মিনিটে এটি আঘাত হেনেছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ছিল এটির কেন্দ্রস্থল। তবে এর ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এনএ/