মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন অন্তত এক হাজার ৬৭০ জন।
জান্তা সরকারের বরাত দিয়ে এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। রাজধানী নেপিডোর ছবি বিশ্লেষণে দেখা গেছে, রাস্তায় বড় ফাটল সৃষ্টি হয়েছে এবং অনেক ভবন ধসে পড়েছে।
মান্দালয়ে উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মী বিবিসিকে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহতা বিবেচনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটি দেশটির বিস্তৃত অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
শুক্রবার দুপুরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়, যা পুরো দেশজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।
এনএ/