28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মিয়ানমারে ভূমিকম্পে তিনজন নিহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। পরে সেখানে আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৪।

আজ শুক্রবার (২৮ মার্চ) সংঘটিত এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, মধ্যাঞ্চলের বাগোর তুয়াঙ্গো শহরে একটি মসজিদ ধসে তিন মুসল্লি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নামাজ চলাকালে কম্পন শুরু হলে মসজিদটি ধসে পড়ে।

মিয়ানমার ছাড়াও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ অন্যান্য এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্যাংককে কম্পনের কারণে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে, যা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে। ভবনটিতে কাজ করা ৫০ জনের মধ্যে ৭ জন বের হতে সক্ষম হলেও ৪৩ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।

মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এছাড়া, নেপিদো থেকে এএফপি জানিয়েছে, কম্পনের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ এবং ভবনের ছাদ ভেঙে পড়েছে। গৃহযুদ্ধের কবলে থাকা মিয়ানমারে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএ/

দেখুন: ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ঢাকা, উৎপত্তি দোহারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন