28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

ভূমি অফিসে নিজ কক্ষ থেকে সার্ভেয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের কক্ষ থেকে মো. জসিমউদ্দিন খান (৫০) নামে এক সার্ভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অফিস কক্ষেই ফ্যানের সঙ্গে ঝুলছিল তার মরদেহ।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র।

সার্ভেয়ার জসিমউদ্দিন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তবে চাকরিসূত্রে তিনি বরিশাল নগরে থাকতেন।

স্থানীয় নিখিল নামে এক নৈশপ্রহরী জানান, সন্ধ্যা ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। ভাত নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে তার মরদেহ। পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি অফিসের তিনতলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিলেন সার্ভেয়ার জসিমউদ্দিন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আর এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্ত না করে তা এখনই বলা যাবে না।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন