১৫/১১/২০২৫, ২১:৩২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই

ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মি. লি শেং জিওং উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ২৪-২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার গয়াং শহরের কিনটেক্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘কে-জিও ফেস্টা-কিউ’-তে অংশগ্রহণ করেন। সম্মেলনের স্লোগান ছিল: জিও এআই : ড্রাইভিং চেঞ্জ, শেপিং দি ওয়ার্ল্ড।

গত ২৪ সেপ্টেম্বর, বুধবার সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উভয় দেশের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, গত জুন মাসে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। ওই বৈঠকে সমগ্র বাংলাদেশে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল জরিপ এবং একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা সিস্টেম তৈরির বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সম্পাদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই স্মারকটি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনার আমূল পরিবর্তন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন