15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭ পিচ ইয়াবাসহ খাইরুল আলম লেবু (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়েছে।

খাইরুল আলম লেবু দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল বলে জানান এলাকাবাসি।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৬০৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। 

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আটক খাইরুল আলম লেবুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন