24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

গাংনীতে ভেঙে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্মিত ওয়াশ ব্লক

মেহেরপুরের গাংনী উপজেলার মাঠপাড়া করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ওয়াশ ব্লক পায়ের হালকা চাপেই ভেঙে পড়ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পিওর লাইফ আর সিস্টেম’।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চলছে, যার ফলে নতুন নির্মিত ব্লকেই পায়ের ইশারায় ভেঙে যাচ্ছে । ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পায়ের হালকা চাপেই দেয়াল ভেঙে যাচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, এই অবকাঠামো শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়ালের ঢালায় সঠিকভাবে বসানো হয়নি এবং সিমেন্টের মিশ্রণ অত্যন্ত দুর্বল। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশেই এই দুর্নীতি ঘটছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। ইতোমধ্যে কিছু দেয়াল ভেঙে ফেলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বলেছে নতুন করে কাজ শুরু করবে।

এ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০ মার্চ নাগরিক টেলিভিশন অনলাইনে “গাংনীতে ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্দেশে নিম্নমানের সামগ্রী সরিয়ে কাজ শুরু করে। স্থানীয়দের দাবি, নজরদারি না থাকলে এমন দুর্নীতি বারবার ঘটবে।

এনএ/

দেখুন: ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন