27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ভোটের দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ী ইসি ভোটের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। মানুষের সন্দেহ দুর করতে স্বচ্ছতার সাথেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান তিনি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কীভাবে নির্বাচনে সহযোগিতা করা যায় সে বিষয়টি পর্যালোচনা করছে সংস্থাটি। সেজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন