১৮/০৬/২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ

কেউ কেউ নিজেদের আখের গোছাতে ভোট পিছাতে চায়: বিএনপি

যারা ভোট পিছাতে চান তাঁরা নিজেদের আখের গোছানোর প্রস্তুতি নিতে চাইছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ডিসেম্বরে নির্বাচন না হবার পেছনে কোন যুক্তি নাই। এক আলোচনা সভায় তারা বলেন, অন্তর্বতী সরকারও বোঝে নির্বাচনের বিকল্প নাই। কিন্তু তাদের কে প্রভাবিত করা হচ্ছে বলে মত বিএনপির।

বিএনপি পরিপুর্ণ সংস্কারে বিশ্বাসী। তবে একবারে এ কাজ শেষ করা যায় না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি কারো প্রতিপক্ষ না। দেশের রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলার জন্যই নির্বাচনের বিকল্প নাই।

আর করিডোর বা সেন্টমার্টিনের বিষয়ে একমাত্র নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান বিএনপি নেতারা।

ফ্যাসিবাদ দেশের প্রতিটা মানুষ নিযাতিত হয়েছে। সময় এসেছে দেশে গণতন্ত্র কার্যকর করার। তাই দ্রুত নির্বাচন হতে হবে বলেও জানান বিএনপি নেতারা।

এনএ/

দেখুন: নির্বাচন হবে,তবে হ্যাঁ-না ভোটের?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন