26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ভোলায় তজুমদ্দিনে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ভোলার তজুমুদ্দিনে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ ফরিদকে (৪০) আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে নোয়খালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মোঃ ফরিদ তজুমদ্দিন উপজেলার পদ্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শিবপুর গ্রামের মৃত জনু মিয়ার ছেলে। শনিবার দুপুরে র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মোজাম্মেল চৌকিদার বাড়ির পিছনে আটককৃত আসামী তার ঘরে নিয়ে
পাশের ঘরের ৫ বছর বয়সী এক শিশুকে টাকা এবং মোবাইলের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে তজুমুদ্দিন থানায় মোঃ ফরিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আটককৃত আসামী পলাতক ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১১ এর  নোয়াখালী একটি যৌথ অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত একমাত্র পালাতক আসামী ফরিদকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে অফিসার তজুমদ্দিন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : ভোলায় র‍্যাবের অভিযানে কুখ্যাত ফোরকান ডাকাত গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন