ভোলায় বিএনপির সমাবেশে হামলা গুলি ও বোমা বিস্ফোরন, দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নুবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ ৮৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে ও অজ্ঞাত কয়েক শ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানায় মোঃ আরিফ হোসাইন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো: হাচনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।তোফায়েল
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ -এর ৫ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার সময় ভোলা সদর উপজেলারর মহাজন পট্টিতে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবৈধ আটকাদেশে তার কারামুক্তির প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।
ওই সমাবেশে তখন প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি সভাপতি ও ভোলা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর পুত্র ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ।
সমাবেশ সম্পর্কে জানতে পেরে মামলার ১নং আসামী গাজীপুর রোডে তার বাসায় আগের দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে এক গোপন বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে যেহেতু জেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর পুত্র আসিফ আলতাফের জনসমর্থন আকাশচুম্বী সুতরাং তাদেরকে কোন সমাবেশ করতে দেয়া হবে না উল্লেখ করে মামলায় অভিযোগ করা হয়েছে ।
মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো: হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, এ মামলায় এখনো কোন আসামীকে গ্রেফতার করা হয়নি।