ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই খালাতো ভাই। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকায় উকিল বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মো. রাকিবের ছেলে ৭ বছর বয়সী জুনায়েদ এবং মো. আনাছের ছেলে ৮ বছর বয়সী শাহিদ। দুই শিশুই খালাতো ভাই।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের অগোচরে দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মনির নামের এক যুবক পুকুরে গোসল করতে গিয়ে একজন শিশুকে পানির নিচে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপর শিশুকেও উদ্ধার করে।
তবে হাসপাতালে নেওয়ার পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে উকিল বাড়ি ও আশপাশের পরিবেশ।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : ভোলায় র্যাবের অভিযানে কুখ্যাত ফোরকান ডাকাত গ্রেপ্তার