ভোলায় সরকারি হাসপাতাল মাত্র একটি। তাও ধুকছে জনবলের তীব্র সংকটে। চিকিৎসকের পদ রয়েছে ৬০টি, যার ৪১টিই শূন্য। নার্সের পদও প্রায় তিন ভাগের এক ভাগ ফাঁকা। এমন দশায় চিকিৎসাসেবা নিতে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
দ্বীপ জেলা ভোলা। বসবাস প্রায় ২০ লাখ মানুষের। বিপুল এই জনগোষ্ঠীর জন্য জেলায় সরকারি হাসপাতাল রয়েছে মাত্র একটি, যা আড়াইশো শয্যার।
একমাত্র হাসপাতালটিতে ভর্তি হলে, চিকিৎসাসেবা পাওয়া নিয়ে থাকতে হয় অনিশ্চয়তায়। অনেকের অভিযোগ, ভর্তির পর সেবা মেলে সপ্তাহে মাত্র একদিন। একই বিশেষজ্ঞ ডাক্তার দিচ্ছেন সব রোগের চিকিৎসা।
তথ্য বলছে, হাসপাতালের বেশিরভাগ পদই শূন্য। চিকিৎসকের পদ ৬০টি, কর্মরত আছেন মাত্র ১৯ জন। অর্থাৎ, তিন ভাগের দুই ভাগ ডাক্তারই নেই। এদিকে, নার্সের পদ ৯২টি। যার ৩৪টি পদ শূন্য।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে নেয়া হচ্ছে পদক্ষেপ।
ভোলাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে জেলায় আরও সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে। নিয়োগ দিতে হতে পর্যাপ্ত চিকিৎসক ও অন্যান্য জনবল।