23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ভোলায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযানে মো. শাহিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ)’দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী মো. শাহিন ওই উপজেলার ৮ নং ওয়ার্ড পকিয়া গ্রামের বাসিন্দা মৃত মাহাবুব-এর ছেলে।


আজ শনিবার দুপুরে ভোলা যোগীর সংলগ্ন বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর অপারেশন অফিসার লেঃ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহিন-এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ( ৭ মার্চ) দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন থেকে ৭ কেজি গাঁজা ও ২টি বাটন মোবাইলসহ শাহিনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন