ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা ও রকেট ফ্লেয়ার সহ দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ০৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাতে তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মোঃ ইউনুস (৩৬) এবং মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। সকলেই তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিং কোস্ট গার্ডের অপারেশন স্টাফ অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ০৫ জন সক্রিয় সদস্যকে ০৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৪ রাউন্ডস গোলা এবং ০৪ টি রকেট ফ্লেয়ার সহ আটক করা হয়।
তিনি আরো জানান,আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী, সম্পাদক ফারুক
দেখুন: উজানের পানিতে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর ক্লোজার |
ইম/