29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী আটক

ভোলায় মোঃ নাজিম উদ্দিন (৪০) নামে কুখ্যাত এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রবিবার সদর উপজেলাধীন মধ্য বাপ্তা ০২ নং ওয়ার্ডে কোস্ট গার্ড দক্ষিণ জোন, পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আজ সোমবার দুপুরে ভোলা খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ সাব্বির জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০২ মার্চ) বিকেল ৫ টা হতে রাত ১০ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তর এর সমন্বয়ে ভোলা সদর উপজেলাধীন মধ্য বাপ্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তল্লাশী করে ২ টি দেশীয় আগ্নেয়াত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ টি দেশীয় অস্ত্রসহ মোঃ নাজিম উদ্দিন আটক করা হয়।

জব্দকৃত সকল আলামতসহ আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুনঃ ভুয়া এনএসআই সদস্য আটক

দেখুনঃ যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন