27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবন ফিরোজার সামনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

গণমাধ্যমকে দলটির মহাসচিব বলেন, ৭ তারিখ রাতে তিনি লন্ডনের উদ্দেশে রওনা করবেন। তার জন্য দোয়া করবেন।

মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া:

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।

মির্জা ফখরুল বলেন, লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাতে বিএনপি নেত্রীর সাথে দলের সিনিয়র নেতাদের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।

টিএ/

দেখুন: ‘বিএনপিকে বিতর্কিত করতে তারেক রাহমানের নামে মিথ্যা মামলা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন