15.1 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ঢাকায় আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বিশ্বজুড়ে অসংখ্যা ভক্ত রয়েছে। বাংলাদেশেও তার ভক্তের অভাব নেই। চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পারফর্ম করে মঞ্চ মাতিয়েছেন আতিফ আসলাম। সেই রেশ কাটতে না কাটতেই আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী।

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ আসলাম।

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

ট্রিপল টাইম কমিউনিকেশনের সূত্রে জানা যায়, কনসার্টে আতিফ আসলামসহ পাকিস্তানের আরও একজন শিল্পী অংশগ্রহণ কবরেন। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেবেন কনসার্টে।

এছাড়াও, প্রতিষ্ঠানটি আরও জানায়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। শিগগিরিই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন