
:::: সাবিত সারওয়ার ::::
একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে ইকবাল আহমেদ খোকন-এর কিশোরগল্প ‘বন্ধু ভূত টোট্টেং’। সাধারণ বয়ানে অসাধারণ গল্প তুলে ধরে গল্পকার কিশোর মনোজগতকে চমৎকারভাবে আকর্ষিত করেছেন।
গল্পের কাহিনি এগিয়েছে স্কুলের একটি বাচ্চা ভূতকে কেন্দ্র করে। ক্লাসে তাকে সবাই অলক বলে জানলেও ভূতরাজ্যে সে ‘টোট্টেং’ নামেই পরিচিত। বড় দিঘির পাশে ভয়ঙ্কর এক শশ্মানের পাশেই তার বসবাস। হঠাৎ একদিন মানুষের বাচ্চার সঙ্গে পড়াশোনার ইচ্ছে জাগে তার। বায়না ধরে মায়ের কাছে।
একসময় ভর্তিও হয়ে যায় মানুষের স্কুলে। এরপর শুরম্ন হয় তার চমৎকার এক জার্নি। বন্ধুত্বের পাশাপাশি মানুষের বাচ্চার সঙ্গে শত্রম্নতাও হয়ে যায় তার। শ্বাসরম্নদ্ধকর নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে এগিয়ে চলে ‘বন্ধু ভূত টোট্টেং’-এর গল্প। ভূত নিয়ে নানা কল্পকাহিনি আমাদের শিশুসাহিত্যে ভরপুর।
লোককথায় নেহায়েত কম নয়। ভূতের অস্তিত্ব নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়নি বইটিতে। এটি নিছক কয়েকটি গল্প মাত্র। গল্পে গল্পে শিশুদের আনন্দজগতে ঝুনঝুনি নাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন গল্পকার। এটি হতে পারে শিশুদের বইপড়ায় আগ্রহী করতেই লেখকের এই ড়্গুদ্র প্রয়াস। এই প্রায়াসটুকু ছোটদের ভালো লাগলে নিশ্চয়ই লেখকেরও সার্থকতা।
‘বন্ধু ভূত টোট্টেং’ ছোটদের জন্য লেখা বলে বড়রা পড়তে পারবেন না- এমনটি নয়। বড়রাও পড়বেন, বুঝবেন- ইতিবাচক সমালোচনা করবেন। আর ছোটদের প্রিয় হওয়ার মতো লেখা হয়েছে কি না তা হয়তো সময়ই বলে দেবে। বরাবরই একজন লেখককে সে পর্যন্ত অপেক্ষা করতে হয়।
২০২৩ সালের বইমেলায় লেখকের দ্বিতীয় বই ‘বন্ধু ভূত টোট্টেং’। এর আগে, ২০২২ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় লেখকের প্রথম গ্রন্থ ‘সুপারম্যানের অপেক্ষায়’। বইটির সায়েন্স ফিকশন ধরনের কিছু গল্প বেশ পাঠক নন্দিত হয়। এতে অনুপ্রাণিত হয়ে ‘বন্ধু ভূত টোট্টেং’ নিয়ে লেখক হাজির হয়েছেন শিশুদের জগতে। বইটিতে শিশুদের মনন ও বিনোদনকে প্রাধান্য দেয়া হয়েছে।
ছড়া, কবিতা, গল্প, উপন্যাসসহ কথাসাহিত্যের নানা বিষয়ে লিখছেন তিনি। গল্পকার ইকবাল আহমেদ খোকনের জন্ম ১৯৭৬ সালের ২৬ মার্চ ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান গড় গ্রামে। বাবা জাফর আহমেদ আল-আজাদ এবং মা হালিমা খাতুনের তিন সন্তানের মাঝে দ্বিতীয় তিনি।
কর্মসূত্রে বাবার ঢাকায় অবস্থানের ফলে লেখকের শৈশবও কেটেছে ঢাকায়। পড়াশোনাও ঢাকাতেই। প্রাতিষ্ঠানিকভাবেই তিনি একজন কৃষিবিদ। তবে, কর্মজীবনে সৃজনশীল ড়্গেেত্রই তার চাষবাস। ‘বন্ধু ভূত টোট্টেং’ সবার ভালো লাগবে নিশ্চয়ই। ৪ কালারের প্রচ্ছদে মোড়ানো চমৎকার বইটি প্রকাশ করেছে সরলরেখা প্রকাশনা সংস্থা।
বইমেলায় স্টল নম্বর-৩৫৬। ঘরে অনলাইনে পেতে ভিজিট করম্নন রকমারি ডট কম। বইটি উৎসর্গ করা হয়েছে- ছোট্ট বন্ধু- ইজহান, আফরা, আরাফ, তোয়াসিনকে। বইটির বহুল প্রচার কামনা করছি।
ফই//
