ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি ও ঢাকার ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে, পুলিশের সবেক আইজি বেনজিরের নামে বান্দরবানের ২৫ একর জমি নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসন।
ছাগলকান্ডে ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে। এরপর মতিউর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে।
দুদকের পক্ষ থেকে মতিউর ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি জব্দের আবেদন করা হয়। পাশাপাশি বসুন্ধরা ও ধানমন্ডিতে থাকা চারটি ফ্ল্যাট জব্দের আবেদন করা হয়। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সেই আবেদন মঞ্জুর করে ক্রোকের নির্দেশ দেন।
এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ২৫ একর ৩য় শ্রেণীর জমির রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন।
আদালতের আদেশ ছাড়া এই সম্পত্তি বিক্রয়/হস্তান্তর/বিনিময় করা যাবে না বলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড স্থাপন করে দেয় জেলা প্রশাসন।