20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

মদসহ নারী-পুরুষ আটক, জাভান হোটেল সিলগালা

টঙ্গীর জাভান হোটেলে যৌথবাহিনীর অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটকের ঘটনায় হোটেলটি সিলগালা করা হয়েছে। এসময় ১১শ’ লিটার দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করা হয়েছে।

রোববার দিনগত রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে। পরে বেলা ১২টার দিকে হোটেলটি সিলগালা করা হয়। সেনাবাহিনী ছাড়াও র‍্যাব, বিজিবি এবং পুলিশ অভিযানে যোগ দেয়।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।

টঙ্গী হোটেল জাভানে রাত হলেই চলতো মদ খাওয়া আর মেয়ে নাচানো। টাকার ছড়াছড়ি। মাতলামিতে টাকা ওড়ানোর ধুম। নষ্ট হতে যাচ্ছে এলাকার যুবসমাজ এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা- এমনি অভিযোগ পাওয়া গেছে এ আবাসিক হোটেলের বিরুদ্ধে।

একাধিক সূত্র জানিয়েছে, এখানে সহজেই ভাড়ার বিনিময়ে পাওয়া যায় সিঙ্গেল সিঙ্গেল রুম। রয়েছে দেশি-বিদেশি ব্রান্ডের মদের বিপুল সমাহার ।যদিও দু’একবার প্রশাসন আইওয়াশ হিসেবেএখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। তবু তাদের বেচাকেনা ও ব্যবসাটি বন্ধ হয়নি কখনোই।

জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক জার্মান . বাদল শেখ সুত্রে জানা যায়, দশ তলাবিশিষ্ট সৌন্দর্যময় এই হোটেলে রয়েছে চার ধরনের আবাসন। ডিলাক্স, সুপোরিয়র, সুইট রুম, ফ্যামিলি সুইট রুম। মোট ৬৬ টি রুম ছাড়াও এতে রয়েছে বিশাল একটি কনফারেন্স হল, একটি বিজনেস সেন্টার, স্পা,ও ডান্স।ডেলটা ক্যাফে, বিউটি সেলুন, কানকোন র‌্যায়েল রেস্টুরেন্ট, ওভার ফ্রেস ক্লাব, সুইমিং পুলসহ নানা ধরনের বিনোদন ব্যবস্থা।

অন্যদিকে বিনোদনের নামে মাতাল হয়ে মেয়েদের অর্ধ নগ্ন ডান্স হোটেলটি ঘুরে দেখতে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, আশপাশের হোটেল ব্যবসায়ী সিন্ডিকেট তার প্রতিষ্ঠানের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে লাগাতার বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র করে চলছে। তিনি আরো জানান, হোটেলটি দেশ-বিদেশের যেকোন স্থান থেকে প্রয়োজনে হট লাইনে যোগাযোগ করার ব্যাবস্থা রয়েছে। পর্যটন সমৃদ্ধ রাজধানীর উপকণ্ঠ গাজীপুরে ঘুরতে আসা দেশী-বিদেশী পর্যটকদের রাত্রিযাপনের সহ সকল কিছুর ব্যবস্থা রয়েছে । অল্প বাজেটের মধ্যেই চার তারকা হোটেল জাবান পর্যটকদের সকল দুশ্চিন্তা করে দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন