17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

মধ্যরাতে নির্মাতা রাফাত আটক

তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।

এ নির্মাতার আটকের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

এ অভিনেতার ভাষ্য, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘তীব্র নিন্দা জানাই, অবিলম্বে মুক্তি দাবী করছি।’

অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘সব সময় যে সবার বিপদে এগিয়ে আসে, তাকে কেনো গ্রেপ্তার করা হলো?’

সিনিয়র অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘পুলিশ গভীর রাতে রাফাত মজুমদার রিংকুকে ধরেনিয়ে গেছে। সে একজন জনপ্রিয় নির্মাতা, সে ভালো মানুষ। রিংকু কখনো কারো ক্ষতি করে নাই। সে মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতো। তার বাবা-মা কেউ নেই। সে কখনোই কোনো অপরাধের সাথে যুক্ত না। তার একমাত্র পেশা তিনি একজন নির্মাতা। তার মুক্তি চাই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন