নরসিংদীতে মনোহরদী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম খান বীরুকে গরুর হাটে স্থানীয় জনতা পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।
তিনি বলেন, “আজ সন্ধ্যায় মনোহরদীর লেবুতলা ইউনিয়নের গাংকুল কান্দি ভূঁইয়া বাজারে কোরবানির পশু কিনতে গেলে স্থানীয় জনতা তাকে পাকড়াও করে। পরে মো. সাইফুল ইসলাম খান বীরুকে পুলিশে সোপর্দ করা হয়। জনতার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে থানায় নিয়ে এসেছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
এদিকে, এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারী কর্মকাণ্ড ও অবিচারের প্রতিবাদেই এই নেতাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে মনোহরদী থানা প্রাঙ্গণে স্থানীয়রা স্লোগানে স্লোগানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে প্রতিবাদ জানায়।
তবে হাসিনা সরকারের পলাতক থাকার পর থেকে জেলায় আওয়ামী লীগের প্রভাব কমে গেছে বলে দাবি করেন এলাকাবাসী। জেলা আওয়ামী লীগের উপদেষ্টার আটকের বিষয়ে জেলা পর্যায়ে এখনো পর্যন্ত কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
