সরকারী কর্মকর্তা, সচিব, মন্ত্রীরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম থাকে। দুপুরে সচিবালয়ে এসব মন্তব্য করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি বেনজির, মতিউরসহ কিছু কর্মকর্তাদের দুর্নীতির আলোচিত খবরে টনক নড়ছে দুদকসহ সংশ্লিষ্টদের। এরপর এসব খবরে নড়ে চড়ে বসেন সরকারের কর্তাব্যক্তিরাও।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে দূর্নীতি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তারা এখন কোটার উপর ভর করেছে।
পেনশন স্কিম এবং কোটা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলে, যেকোনো সময় এসব সমস্যার সমাধান হয়ে যাবে।