27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবীর বিন আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবীর বিন আনোয়ারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) দুদকের পক্ষে পৃথক এ মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন- সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদ।

এরমধ্যে কবীর বিন আনোয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখাসহ ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ মার্কিন ডলার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল ছাড়াও নিজ এবং মালিকানাধীন প্রতিষ্ঠানের ১৮টি হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে।

এনএ/

দেখুন: পালিয়ে বেড়াচ্ছেন যেসব মন্ত্রী-এমপি-ব্যবসায়ী-আমলারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন