প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকার আছে। মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সকালে ময়মনসিংহ জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি। পরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় জেলা আইনজীবী সমিতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।