ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহানের আদালতে মামলার আবেদন করা হয়।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় শেখ রেহেনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুসহ ১১১জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী নুরুল হক।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর।
ময়মনসিংহ প্রতিনিধি: খোরশিদুল আলম মজিব