28 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪
বিজ্ঞাপন

ময়মনসিংহে স্কুল মাঠ দখল করে ভবন নির্মাণে প্রতিবাদ সভা

ময়মনসিংহে ১৭০ বছরের পুরোনো ঐতিহাসিক ময়মনসিংহ জিলা স্কুল খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা করে।

স্কুলটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ১১ই অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় স্কুল মাঠে এ প্রতিবাদ সভার আয়োজন করে।

এর আগে ১০ই অক্টোবর বৃহস্পতিবার স্কুলের প্রাক্তন ছাত্র দেশ বরেন্য ক্রিকেটার সাইলেন্ট কিলার মাহামুদুল্লাহ রিয়াদ ভারত সফর চলাকালীন সময়েই নিজের ফেইসবুক ভেরিফাইড পেইজে স্কুল প্রাঙ্গণে মাঠ দখল করে ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন ময়মনসিংহ জিলা স্কুল আমাদের আবেগের জায়গা এবং এই স্কুলের মাঠে খেলেই আমারা বড় হয়েছি এবং ক্রিকেটের হাতে খড়ি নিয়েছি। কাজেই এই আবেগ অনুভূতির মাঠ টিকে দখল করে ভবন নির্মাণ না করার জন্যে অনুরোধ করেন তিনি।

সরেজমিন পরিদর্শন করে জানা যায় গত ৩-৪ দিন আগে হঠাৎ স্কুল কর্তৃপক্ষ স্কুলের মূল ভবনের সামনের এই ঐতিহাসিক খেলার মাঠটিতে স্কুলের এক্সটেনশন ভবন নির্মাণের জন্যে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন সহ মাপঝোঁক করার পর মাঠের বিভিন্ন জায়গায় খুঁটি গেড়ে রাখেন। বিষয়টি জানাজানি হলে এবং খবর ছড়িয়ে পড়লে স্কুলটির প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ এই ধরণের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন ১৭০ বছরের পুরনো ময়মনসিংহ জেলা স্কুলের এই খেলার মাঠটি ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সাক্ষী। এই মাঠ থেকেই বাংলাদেশ ফুটবল ও ক্রিকেটের অনেক তারকা খেলোয়াড়দের হাতেখড়ি। ইতিহাস, ঐতিহ্যের স্মৃতি বিজড়িত এই মাঠে কুচক্রী মহল কর্তৃক স্কুলের এক্সটেনশন ভবন নির্মাণ পরিকল্পনা নেহায়েত স্কুল ক্রিড়াঙ্গনকে ধ্বংসের উদ্যোগ বলে মনে করেন প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছাত্ররা। স্কুল পর্যায়ের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট নির্মাণ স্কুল ক্রিকেট, ফুটবল, হকি, হ্যান্ডবল ও ভলিভল সহ বিভিন্ন ক্রিড়ায় ময়মনসিংহ জিলা স্কুলের অর্জন এযাবৎকাল পর্যন্ত অনাবদ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ও দেশ বরেণ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এই ময়মনসিংহ জিলা স্কুলেরই নির্মাণ স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

সমাবেশ শেষে সকলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি প্রদানের ঘোষনা দেয়া হয়৷ সেই সাথে স্কুল মাঠকে বাচাতে ভবিষ্যতে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন উপস্থিত ছাত্ররা।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন