ময়মনসিংহে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ জুন) দুপুরে ফুলপুর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর পৌর বিএনপি’র আহবায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, তোজাম্মেল হক রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই-আগস্টে শহীদ পরিবার ও দু:স্থ-অসহায়দের মাঝে গরু-ছাগল এবং বস্ত্র বিতরণ করা হয়।
এনএ/