শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে বেলুন ও পায়রা উড়িয়ে বণার্ঢ্য র্যালি দিবসটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়মে সামনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এসময় অন্যান্যদেন মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকগণ । র্যালিতে ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমজীবী মানুষেরা অংশ নেন। এছাড়াও নগরীতে শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভা করে।
পড়ুন: ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
দেখুন: ত্রিশালে দু’শ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ
ইম/