ময়মনসিংহে রেলওয়ে স্টেশনের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর সানকিপাড়া রেলগেইটের সামনে দুইপাশে অবৈধভাবে গড়ে উঠা বাজার ও দোকানপাটসহ রেলওয়ে স্টেশনের আশে পাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, আনসার প্লাটুন কমান্ডার রবিউল হাসান উপস্থিত ছিলেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বাজারসহ বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল ভেকু মেশিন দিয়ে সেগুলো দেয়া হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সে জায়গা ব্যবসায়ীদের পূনরায় লিজ দেয়া যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু
দেখুন: ত্রিশালে দু’শ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ
ইম/