ময়মনসিংহে ‘এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কারিগরি প্রকল্পের ‘প্রভার্টি ম্যাপ ও এসডিজি স্থানীয়করণ’ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে জেলা পরিষদ ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, জেলা প্রশাসক মুহিদুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী।
কর্মশালায় বিষয় ভিত্তিক দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব মীর মাহবুব হোসেন ও উপ পরিচালক আলমগীর হোসেন। কর্মশালায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরিসংখ্যান ব্যুরো ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এনএ/