ময়মনসিংহ প্রেসক্লাবে মৌসুমি সাতটি ফল নিয়ে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব মিলনায়তনে ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মুফিদুল আলম।
ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে এই প্রথম আয়োজিত ফল উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক আবুল কাশেম ও মো. নওয়াব আলী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মুহাম্মদ গোলাম মাসুম প্রধান, জামায়াতের জেলা আমীর আব্দুল করিম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন,জামায়াতের জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলন প্রমুখ।
ফল উৎসবে মৌসুমি আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন ও অরবড়ই দিয়ে দেড় শতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়।
এনএ/