মরুর বুকে বাংলাদেশিদের হাত ধরে তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। আরব আমিরাতে বাংলাদেশি উদ্যোক্তারা নিজের কারখানায় তৈরি করছেন নামিদামি ব্র্যান্ডের এই পণ্য। এতে বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
শারজার একটি কারখানায় নিজ হাতে আগর কাঠের সুগন্ধি তৈরি করছেন, বাংলাদেশি প্রবাসীরা। এসব সুগন্ধি ঘর বাড়ি, দোকানপাট, মসজিদ কিংবা খোলা জায়গায় কয়লার সঙ্গে পোড়ালে ধীরে ধীরে মোহনীয় সুবাস ছড়ায়। খুচরা বাজারে যার কেজিমূল্য ধরা হয় প্রায় ৩ থেকে ১৫ লাখ টাকা।
এছাড়াও বাংলাদেশি উদ্যোক্তারা বিভিন্ন সুগন্ধিযুক্ত পারফিউম, আতর তৈরি করছেন মেশিনের সাহায্যে। এই মিশ্রণে, বোতলজাত ও প্যাকেজিং সব ধরণের কাজই চলে কারখানায়।
কারখানা পরিচালনা থেকে প্রস্তুত সব ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশিরা।
আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন, শ্রমিক নির্ভর এই সুগন্ধি খাতে বেশ ভাল ব্যবসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই খাতে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে ততবেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই খাতে উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িয়ে আছে লাখো প্রবাসীর জীবন জীবিকা।